জেলায় শুরু হয়েছে ৩দিনব্যাপী ৩৯তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

রবিবার :: ০৪.০৩.২০১৮

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৩৯ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান মোখলেসুর রহমান। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য মেলায় ২০ টি স্টল বসেছে। প্রধান অতিথি মাহমুদুল হোসেন বলেন, আমাদের এই প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তুলতে পারব যদি তাদেরকে আমরা হাতে কলমে কাজ শিখাতে পারি, তাদেরকে বাস্তবে আমরা মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে পারি। এই হাতে কলমে কাজ শেখা এবং তাদের মধ্যে দক্ষতা উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের একটা উদ্যোগ প্রয়োজন। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগ্রহী করে তোলার জন্য এই আয়োজনগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করি আমি। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যে উদ্যোগটি নিয়েছে এটি খুব চমৎকার এবং আমার মনে হয় যে আগামী সময়ের জন্য আমাদের যে প্রস্তুতি তারই একটি অংশ।
সভাপতি আলমগীর হোসেন বলেন। শিক্ষা প্রতিষ্ঠানের ১০ থেকে ১৫ জন শিক্ষার্থীকে আপনি যদি প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে এখানে পাঠান তাহলে ছাত্র ছাত্রীদের গ্যাদারিং হবে, বিভিন্ন ধরনের শেয়ারিং এর তারা সুযোগ পাবে। এই আশাবাদ ব্যক্ত করব যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট লেভেলের যে ছাত্র ছাত্রী আছে, যারা বিজ্ঞান মনুষ্ক হিসেবে গড়ে তুলতে চায় নিজেকে, তাদেরকে যদি একজন শিক্ষকের তত্ত্বাবধানে পাঠান, তারা ঘুরে গেলে আমাদের এই আয়োজনটা সাফল্য মন্ডিত হবে এবং সরকার যে উদ্দেশ্য নিয়ে এগুলো আয়োজন নিয়ে আমাদের কাছে বিভিন্ন ধরনের তথ্য প্রেরণ করছে এগুলো সফল হবে।

এদিকে, নাচোলে ৩দিনব্যাপী ৩৯তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৮ উদ্বোধন করা হয়েছে। আজ সকালে নাচোল উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত ৩দিনব্যাপী ৩৯তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-২,আসনের সাংসদ মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস। পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল থানার অফিসার ইন্চার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান। শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞানভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকর্তৃক স্থাপিত ২০টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত নানা প্রকল্প প্রদর্শন করা হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …