২৬.০১.২০২০, রবিবার।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ)কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ‘দূরে কোথাও’ নামে নতুন অ্যাপস তৈরি করেছে। গুগল প্লে স্টোরে পযধঢ়ধর ঢ়ষধপবং লিখে সার্চ করে অ্যাপসটি ডাউনলোড করা যাবে। এই অ্যাপসের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস ঐতিহ্য, দর্শনীয় স্থানসমূহ, ভ্রমণকারীরা জানতে পারবেন কোথায় পাওয়া যাবে আবাসন ব্যবস্থা, জেলার আমবাজার, আমবাগান, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাবার, ঐতিহ্যবাহী শিল্প ইত্যাদি। এ সংক্রান্ত একটি ক্যাটালগও প্রকাশ করা হয়েছে। যা ভ্রমণকারীদের জন্য ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ বাস কাউন্টারগুলোসহ রেলস্টেশনে রাখা হবে। ভ্রমণকারীরা বাসে বা ট্রেনে চাপার আগে বা পরে ক্যাটালগটি কিনেও জানতে পারবেন চাঁপাইনবাবগঞ্জের কোথায় কি পাওয়া যাবে।
রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) এ.কে.এম. তাজকির-উজ-জামান।