জেলায় বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের পিবি এম প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত।

সোমবার ঃঃ ১০.০৪.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ দিন ব্যাপী বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকাদের পিবি এম বিষয়ক প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে জেলার ৩০টি প্রতিষ্ঠানের ৯০ জন শিক্ষককে এ প্রশিক্ষণ দেয়া হয়েছে। জেলা শিক্ষা অফিসের সার্বিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণটি বাস্তবায়ন করছে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদ হোসেন খান। এসময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদ হোসেন খান বলেন, আমরা যদি সঠিক শিক্ষায় শিক্ষিত না হই তবে আমরা পিছিয়ে পড়ব। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা বলেন, শুধু কম্পিউটার শিক্ষকের উপরি নির্ভর না করে আমরা তথ্য আদান প্রদানসহ যেকোন কাজ সহজে করতে পারব। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, নাচোল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী আব্দুল মতিন, নবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তানজিলা সুলতানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের সনদ প্রদান করা হয়েছে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …