রবিবার :: ১৫.০৪.২০১৮
জেলায় বিষমুক্ত আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সরবরাহ, বাজারজাতকরণ এবং চলতি মৌসুমের ম্যাংগো ক্যালেন্ডার হালনাগাদকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, চাঁপাইনবাবগঞ্জের পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান কেরামত আলী, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন, কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম, চেম্বার অফ কমার্সের প্রতিনিধি, বিভিন্ন উপজেলা আম ফাউ-েশনের আম আড়ৎদার, ব্যবসায়ী সমিতির প্রতিনিধি ও আমচাষী সহ অন্যান্যরা। জেলা প্রশাসক বলেন, “গতবছর গুটি আম বাজাতকরণের তারিখ ছিল ২০ মে। এবছরে গাছে মুকুল আসতে দেরী হয়েছে তাই সময় পরিবর্তনের কোন সুযোগ নাই।” এসময় তিনি উপজেলা ভিত্তিক আমের আড়ৎদার, আম ব্যবসায়ীদের প্রতি সর্তক এবং সৎভাবে ব্যবসা করার আহ্বান জানান। পরে একই স্থানে ভিক্ষুক পুর্নবাসন কর্মসূচির গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলাপ্রশাসক মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক তোহিদুল ইসলাম, সিভিল সার্জন এস এফ এম খাইরুল আতাতুর্ক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেনসহ অন্যান্যরা। এসময় ভিক্ষুক পূর্নবাসনের উপর মুক্ত আলোচনা অনুুষ্ঠিত হয়। সভায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কেও আলোচনা করা হয়। অন্যদিকে, আমার জেলা, আমার অহংকার বিষয়ক প্রতিযোগিতার বিজয়িদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়েছে। জেলাপ্রশাসক মাহামুদুল হাসান বিজয়িদের পুরুষ্কার তুলে দেন।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …