শুক্রবার ঃ১৭-০৩-১৭
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে শিবগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে, আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সহকারী ভূমি কমিশনার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী। এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, শিবগঞ্জ স্নাতক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাইনির ইসলামসহ অন্যরা। অন্যদিকে, যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নাচোলেও বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশুদিবস পালিত হয়েছে। আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হকের সভাপতিত্বে, আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, সহকারী ভূমি কমিশনার পাপিয়া সুলতানা, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল থানার ওসি ফাছির উদ্দিন ও মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতারসহ অন্যান্যরা।