সোমবার::১৬.০১.২০১৭
জেলার অন্যতম উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১ গোবরাতলায় রুই জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে। আজ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগীতায় ১৮ জন সদস্যের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়। মাছের পোনার পরিমান হচ্ছে সিলভার কার্প ১১০ কেজি, রুই- মৃগেল ৯০ কেজি, গ্লাসকার্প -কাতলা ২০ কেজি করে মোট ২২০ কেজি। এসময় উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মৎস্য কর্মকর্তা লাহু মিয়া, ইউনিট ব্যবস্থাপক আব্দুল আহাদ।