শুক্রবার ০৩.০৩.২০১৭
মানুষ মানুষের জন্য” প্রতিপাদ্যে মহানন্দা প্রবীন নিবাস এর ১ম বর্ষপূতি উপলক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের সাধারণ পাঠাগারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মইনুদ্দীন মন্ডল। এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি মোজাম্মেল হক, ডা. আবুল হাসান, টিআইবির সভাপতি সেলিনা রহমান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা, তৌহিদা খাতুন কমলা, জেলা বিএমএ-এর সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী, প্রবীণনিবাসের সাধারণ সম্পাদক গিয়াসুর রহমান মবিনসহ অন্যান্যারা। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গান পরিবেশনের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এসময় অসহায়, পরিবারে সেবা বঞ্চিত বৃদ্ধ মানুষদের কল্যাণে প্রবীন নিবাসকে সহযোগিতা করার জন্য বিত্তবানসহ সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান বক্তারা।