মঙ্গলবার::০৪:০৭:২০১৭
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কলাবাড়ি এলাকা থেকে ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি ও ৬ রাউন্ড রাইফেলের কাটুসসহ ১ জনকে আটক করেছে র্যাব। আটক বাবুল আলী উপজেলার কানসাট ইউনিয়নের কলাবাড়ি গ্রামের আকালু আলীর ছেলে। র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে এএসপি এনামুল করিমের নেতৃত্ব র্যাবের একটি টহল দল কলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ বাবুল আলীকে আটক করে। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব।
অন্যদিকে ভোলাহাটে মোবাইল কোর্টে মাদক দ্রব্য আইনে নারীসহ ৩ জনকে সাজা প্রদান করা হয়েছে। জানাগেছে, গতরাতে উপজেলার ঝাইবোনা ও মুশরীভূজা গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সহ ৩জনকে আটক করে পুলিশ। আটকের পর আজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হাসান নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থেকে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।