শনিবারঃ ১২.০৮.২০১৭
সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে বিস্ফোরক মামলার পলাতক আসামী কবির হোসেন ওরফে বোমা কবিরকে আটক করেছে পুলিশ। আটক কবির ওই গ্রামের তফজুল হক ওরফে মাটিলার ছেলে। সদর থানার ওসি-তদন্ত চৌধুরী জোবায়ের আহমেদ জানান, গতকাল রাত ৯টার দিকে বাগডাঙ্গা পশ্চিমপাড়ার নিজ বাড়ি থেকে বোমা কবিরকে গ্রেপ্তার করা হয়। আটক কবির সন্ত্রাসীদের নিকট বোমা তৈরী করে সরবরাহ করেন এবং তাঁর বিরুদ্ধে ফেনসিডিলসহ একাধিক মাদক মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত ২৫ এপ্রিল কবির বোমা মানিক নামে আরেক বোমা তৈরীর কারিগরের বাড়িতে বোমা তৈরিকালে বিস্ফোরণে হাতে গুরুতর জখম হয়। কবিরকে আজ চাঁপাইনবাবগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, শিবগঞ্জ উপজেলায় আমের ঝুড়িতে ২শ’ ৫০ বোতল ফেনসিডিল পাচারের সময় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলো শিবগঞ্জের একবরপুরের মৃত. খাকুর উদ্দিনের ছেলে বদিউর রহমান ও একই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে তসিকুল ইসলাম। শিবগঞ্জ থানার উপপরিদর্শক এসআই শহীদুল ইসলাম জানান, গত গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চককীর্তি ইউনিয়নের নতুন বাজার মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় ব্যাটারী চালিত রিক্সা ভ্যানে আমের ঝুড়ির মধ্যে রাখা ফেনসিডিলসহ তাঁদের আটক করে শিবগঞ্জ থানা পুলিশ। এঘটনায় শিবগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।