জেলায় পিটিআই কমপ্লেক্সের অবকাঠামোর উন্নয়ন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রবিবার ঃঃ ১২.০৩.২০১৭
চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষা বিষয়ক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। পরে পিইডিপি-৩’র আওতায় চাঁপাইনবাবগঞ্জ পিটিআই কমপ্লেক্সের অবকাঠামো উন্নয়ন ও নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে ফলক উন্মোচন করা হয়। শহরের পিটিআই আম্রকাননে আয়োজিত ভিত্তি প্রস্তর উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা বিষয়ক ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। পিটিআই’র সুপারিনটেনডেন্ট এমএইচএম রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) শেখ রায়হান উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদ হোসেন খান, উপজেলা প্রকৌশলী আনম ওয়াহিদুজ্জামান, সাংবাদিক শহীদুল হুদা অলক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের, উপজেলা শিক্ষা অফিসার শামীম আহমেদ খানসহ অন্যরা। প্রধান অতিথি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন-শহীদ মিনার, স্মৃতি সৌধ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, শহীদ দিবস, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস সম্পর্কে শিশু শিক্ষার্থীদের সঠিকভাবে ধারণা দেবেন, তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবেন। কোমলমতি শিশুদের প্রকৃতপক্ষে সুনাগরিক করে গড়ে তোলার দায়িত্ব আপনাদের। দেশ স্বাধীন হবার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ৩৭ হাজার ৬৭২টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন এবং সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে জাহতীয়করণ করেছেন। যে সরকারআপনাদের জন্য এত কিছু করেন তার জন্য কি আপনাদের কিছু করার নেই ? উন্নয়নের এই ধরা অব্যাহত রাখতে আগামীতে আপনাদেরকে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার আহবান জানান তিনি। পরে ৯৯ লাখ ২৬ হাজার টাকা ব্যায়ে পিটিআই কমপ্লেক্সের হোস্টেল ভবন, একাডেমিক ভবন রক্ষণাবেক্ষণ, অভ্যন্তরীণ সংযোগ সড়ক, সেমি-ডিপ টিউবওয়েল এবং আসবাবপত্র সরবরাহ এবং একই প্রকল্পের আওতায় ৭৬ লাখ ১০ হাজার টাকা ব্যায়ে প্রাক প্রাথমিক ২টি শ্রেণী কক্ষ, কার গ্যারেজ নির্মাণ, পূরুষ হোস্টেল, সুপার কোয়ার্টার রক্ষণাবেক্ষণ ও মাটি ভরাট কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …