জেলায় ‘পরিবর্তন চাই’ এর উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম অনুষ্ঠিত।

শনিবার::০৪.০২.২০১৭

দেশটাকে পরিস্কার করি এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন “পরিবর্তন চাই” চাঁপাইনবাবগঞ্জে র‌্যালির আয়োজন করা হয়েছে। আজ র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শহরের বঙ্গবন্ধূ মুক্তমঞ্চের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদ হোসেন খান, পৌর মেয়র নজরুল ইসলাম, পরিবর্তন চাই’র জেলা সমন্বয়ক তৌহিদা খাতুন, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনিরসহ অন্যান্যরা। পরে, শহরের বিভিন্ন সড়কে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের কর্মীরা।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …