রবিবার ঃঃ ১৮.১২.২০১৬
চাঁপাইনবাবগঞ্জে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ইস্যুতে নির্বাচিত নারী প্রতিনিধিদের স্থানীয় পর্যায়ের সমস্যা চিহ্নিতকরণ ও তা সমাধানের কর্মকৌশল নির্ধারণ বিষয়ক মতবিনিমিয় হয়েছে। আজ সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন-এসডিসি’র অর্থায়নে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় প্রিপ ট্রাস্ট এই সভার আয়োজন করে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামীম। সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক নাসরিন আকতারের সভাপতিত্বে, অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন, ঝিলিম ইউনিয়ন পিরষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরিকুল ইসলামসহ অন্যান্যরা।