শনিবার :: ১৭.০৩.২০১৮
জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। আজ সন্ধ্যায় নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে এসব আয়োজন অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এরশাদ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কামরুন্নাহার। আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা মনিম-উদ-দৌলা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ। প্রধান অতিথি জেলা প্রশাসক মাহমুদুল হাসান বলেন, বঙ্গবন্ধু না থাকলে আমরা আজকে স্বাধীন বাংলাদেশ পেতাম না।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে শিশু সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের পূর্ব দক্ষিণ কোণে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্প অর্পনের মাধ্যমে র্যালিটি শেষ হয়। এতে অংশগ্রহন করে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকতা কর্মচারীসহ, বিভিন্œ স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
নবাবগঞ্জ সরকারী কলেজের শহীদ মিনার প্রাঙ্গনে চাঁপাইনবাবগঞ্জের জেলা শাখায় বঙ্গবন্ধু পরিষদ আলোচনা সভা, সংস্কৃতি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ্যাডভোকেট আফসার আলীর সভাপতিত্বে, প্রধান অতিথি বক্তব্য দেন কলেজ অবসর প্রাপ্ত অধক্ষ্য সুলতানা রাজিয়া,
সাধারন সম্পদক সামসুজ্জামাল বাবুসহ অন্যান্যরা। শেষে কবিতা আবৃতি ও গান পরিবেশন করা হয়।
এদিকে, কলেজের সম্মেলন কক্ষে আলোচনাসভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কামরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর দাউদ হোসেনসহ কলেজের প্রভাষক এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কামরুন নাহার বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমান সম্পর্কে বেশি বেশি জানতে হবে।
উল্লেখ্য, অনুষ্ঠান শেষে আহ্বায়িত রচনা প্রতিযোগীতার পুরষ্কার বিতরন করা হয়। এসময় উচ্চ মাধ্যমিক, ও সম্মান শিক্ষাবর্ষের ৬ জন শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
নাচোলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। আজ সকাল ১০টায় নাচোল উপজেলা প্রশাসনের অয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান,ও বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হকের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, বিশেষ অতিথির বক্তব্য দেন নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খাঁনসহ অন্যান্যরা। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
শিবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তেলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন বর্নাঢ্য র্যালি,আলোচনা সভা,পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শফিাকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শিবগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানীসহ অন্যান্যরা।
নানা কর্মসূচির মধ্যে দিয়ে গোমস্তাপুরেও বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, র্যালি, আলোচনাসভা ও শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সরকারী ও দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। এ ছাড়া উপজেলা প্রশাসনের কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান, সহকারী ভূমি কমিশনার মিন্টু বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, গোমস্তাপুর থানার ওসি এস এম জাকারিয়া, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারোয়ার রহমানসহ সরকারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ।
এ উপলক্ষে ভোলাহাটেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুস্পমাল্য প্রদান করা হয়েছে। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল আনন্দ র্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে করে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা হয়। এ সময় সুন্দর হাতের লেখা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, শিশু সমাবেশ আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল¬াহ আল মামুন সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন, অফিসার ইনর্চাজ ফাসিরউদ্দিনসহ অন্যান্যরা।