জেলায় চোলাই মদসহ আটক ১।

সোমবার ঃঃ ১৩.০৩.২০১৭

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার আলীনগর রেলবাগান বস্তি থেকে দেশীয় চোলাই মদ, মোটর সাইকেল এবং মোবাইল ফোনসহ ১ জনকে আটক করেেছ র্যাব-৫। আটককৃত ব্যাক্তি হচ্ছে একই এলাকার খোকন আলীর ছেলে মাসুম আলী। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় আজ সকালে এএসপি নূরে আলম এর নেতৃত্বে, গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে চোলায় মদ ৪৭৫ বোতল, ১ টি মোটর সাইকেল এবং ১ টি মোবাইল ফোনসহ মাসুম আলীকে আটক করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র্যাব।
গোমস্তাপুর উপজেলার রহনপুরেও ১০ গ্রাম হেরোইনসহ এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে রহনপুর স্টেশন হঠাৎপাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ওই এলাকার মৃত রোবজুলের ছেলে জালালউদ্দিন। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামশুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জালালউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি মামলা হয়েছে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …