বুধবার ঃঃ ২২.০৩.২০১৭
জেলায় ইসলামিক ফাউন্ডেশনের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় মিলিত হয়ে আলোচনা সভা শুরু হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবুল কালামের সভাপতিতে, সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আবু জাফর। আরো উপস্থিত ছিলেন, নাটাবের সভাপতি মনিম-উদ-দৌলা চৌধুরী, জেলা তথ্য কর্মকর্তা ওয়াহেদুজ্জামানসহ জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ ও ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে জাতীয় শিশু কিশোর ইসলামী সংস্কৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এদিকে, ইসলামী ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জে র্যালি, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ফাউন্ডেশনের শিবগঞ্জ শাখার আয়োজনে আজ সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষে হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ফিল্ড সুপার ভাইজার হযরত আলীর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম। এছাড়া উপজেলার ইমামগণসহ দুই শতাধিক শিশু কিশোরা অংশগ্রহণ করেন।