জেলায় ইত্তেফাকের ৬৪ বছরে পদার্পণ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত।

শনিবার ঃঃ ২৪.১২.২০১৬
চাঁপাইনবাবগঞ্জে দৈনিক ইত্তেফাক-এর ৬৪ তম বছরে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা, কেক কাটা আর শোভাযাত্রার আয়োজন করা হয়। আজ সকালে আনন্দঘন পরিবেশে, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আমন্ত্রিত অতিথি, স্থানীয় সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত ইত্তেফাকের সংবাদাতাদের উপস্থিতিতে কেক কাটা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেযর সাইদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনিরসহ অন্যান্যরা। দৈনিক ইত্তেফাকের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিনের সভাপতিত্বে, আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল উপজেলা সংবাদদাতারা। অনুষ্ঠান সঞ্চলনা করেন জিটিভির জেলা প্রতিনিধি ইমতিয়ার ফেরদৌস সুইট।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …