শনিবার::২০:০৫:২০১৭
জেলা শিল্পকলা একাডেমীতে বাল্যবিবাহ প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী এবং মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে আলেম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় আজ সকালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামীমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার টি. এম. মুজাহিদুল ইসলাম, এন. এস. আই এর উপপরিচালক শামসজ্জোহা, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবুল কালাম আজাদ। সম্মেলনের শুরুতেই এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মমিনুল ইসলাম সমে¥লনের আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন। সম্মেলনে সদর উপজেলার ৫শ’ ৭০ জন ইমাম অংশগ্রহণ করেন।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …