জেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত।

বুধবার ঃঃ ০৮.০৩.২০১৭

নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা” এই প্রতিপাদ্যে এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে, জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা আক্তার এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এরশাদ হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর উপপরিচালক আব্দুস সালাম এবং বিভিন্ন মহিলা বিষয়ক সংস্থার কর্মকর্তা সহ অন্যান্যরা।এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মার্জিনা হক, শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, জাতীয় সাহিত্য পরিষদের সভাপতি মুহিত কুমার দাঁসহ অন্যান্যরা। এদিকে, বিএনএন আরসির সহযোগিতায় ও রেডিও মহানন্দার উদ্যোগে ব্যতিক্রমধর্মী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে। জেলার পলশা হাইস্কুল প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকি,সহকারী প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন সহ অন্যান্য শিক্ষক ও ছাত্রবৃন্দ, বালুগ্রাম আর্দশ কলেজ এর ভাইস প্রিন্সিপাল মাহবুব আলমসহ ছাত্রবৃন্দ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার শাহরিয়ার কবির, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের চেয়ারম্যান, সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রবৃন্দ।অন্যদিকে, নাচোলে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও নাজমুল হকের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নঈম মুন্নিসহ অন্যান্যরা।ভোলাহাটেও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম নকিবুল হাসানের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, জেলা পরিষদের সংরক্ষিত আসনের মেম্বার হোসনে আরা পাখিসহ অন্যান্যরা।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …