বুধবারঃ ০৯.০৮.২০১৭
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের আলীনগর উচ্চ বিদ্যালয় মাঠে জেলার বিভিন্ন উপজেলার দূর-দূরান্তের গ্রামগুলো থেকে সহ¯্রাধিক ক্ষুদ্র জাতিসত্তার নারী-পুরুষেরা জড়ো হয়। সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে গিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।
চাঁপাইনবাবগঞ্জের জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী মুক্তিমোর্চা, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম, নাচোল আদিবাসী একাডেমী, আদিবাসী সমাজ কল্যাণ সমিতি, দিঘরী পরিষদ গোমস্তাপুর, লাহান্তি ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সমন্বয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জে আদিবাসী সমন্বয় কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
সমন্বয় কমিটির আহ্বায়ক হিংগু মুরমুর সভাপতিত্বে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, কেন্দ্রীয় কমিটির মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, জাতীয় আদিবাসী পরিষদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল রাজোয়ার, লাহান্তি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বঙ্গপাল সর্দার, পরিচালক এভারিস্ট হেমব্রম, নাচোল আদিবাসী একাডেমীর সভাপতি যতীন হেমব্রম, সহসভাপতি রঞ্জনা বর্মণ, আদিবাসী মুক্তিমোর্চা, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বিশ্বনাথ মাহাতো, আদিবাসী সমাজকল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ সদর শাখার সভাপতি কর্ণেলিউস মুরমু, জাতীয় হিন্দু মহাজোট, রাজশাহী বিভাগের সভাপতি দুলাল কর্মকার, আদিবাসী ছাত্রনেতা প্রভাত টুডু, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন প্রমূখ।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী নাচ পরিবেশন করে বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ের শিক্ষার্থীরা।