শনিবার ০৪.০৩.২০১৭
সদর উপজেলার মহারাজপুর হাটে একটি আধুনিক মানের আম বাজার নির্মান কাজ সঠিক ভাবে বাস্তবায়ন, স্বল্প মেয়াদে সংরক্ষণ ব্যবস্থা ও একটি স্থায়ী আধুনিক বিপনন ব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ বিশ্বাস। মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এজাবুল হক বুলির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, এলজিইডির বৃহত্তর রাজশাহী জেলার গ্রামিন অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের পরিচালক মন্মথ রঞ্জন হালদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদ হোসেন খান, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান জিয়া, নবাবগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক দাউদ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান ভূঞা, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. সাইফুর রহমান, অধ্যক্ষ (অব.) সাইদুর রহমানসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ জানান, কোন উদ্যোক্তা আম সংরক্ষণের জন্য উদ্যোগ নিলে আমি আপনাদের সার্বিক সহযোগিতা করবো।