জেলাশহরে গাড়িতে করে ন্যায্যমূল্যে মুরগি ডিম ও দুধ বিক্রি শুরু

১২ এপ্রিল সোমবার, ২০২১।

করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে চাঁপাইনবাবগঞ্জ সদরে ভ্যান ও ট্রাকে করে ন্যায্যমূল্যে মুরগি, ডিম ও দুধ বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ), বাংলাদেশ পোল্ট্রি ফার্মার্স অ্যাসোসিয়েশনের (বিপিএফএ) বাস্তবায়নে এবং জেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় এ কার্যক্রম শুরু হয়। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, ভেটেরিনারি সার্জন ডা. আখতারুজ্জামান, এক্সটেনশন অফিসার শামীমা নাসরিন, মাঠ অফিসার আবুল কালাম আজাদ, জেলা পোল্ট্রি ফিড ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি গোলাম আজম, সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান আলাল, সহ-সম্পাদক এস এম কামাল হোসেনসহ জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ও খামারিগণ।সোনালি মুরগি ২১০ টাকা, ব্রয়লার ১১৫ টাকা গরুর মাংস ৫০০ টাকা ও দুধ ৫০ টাকা কেটি এবং মুরগির সাদা ডিম ২০ টাকা হালি দরে ভ্রাম্যমাণ বাজারে বিক্রয় করা হচ্ছে।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বলেন, জেলার ৫টি উপজেলায় একযোগে ১৪টি অটোভ্যান ও মিনি ট্রাকের মাধ্যমে ন্যায্যমুল্যে ডিম, দুধ ও মাংস বিক্রয় করা হচ্ছে, যা রমজান মাসজুড়ে চলমান থাকবে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …