জেলার শংকরবাটী উচ্চ বিদ্যালয়ে বিদায়, বরণ, সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত।

শনিবার ঃঃ ২৮.০১.২০১৭

 

জেলার শংকরবাটী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায়, বরণ, সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএম ফুডস্ বিডি লিমিটেডের চেয়ারম্যান মোজাম্মেল হক। বিদ্যালয়ের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, পৌরসভার ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর দুলাল আলী, পিস কন্সোটিয়াম প্রজেক্টের ফিল্ড অফিসার সেলিম রেজাসহ অন্যান্যরা। উল্লেখ্য, পিস কন্সোর্টিয়াম প্রকল্পের ২৫ ও ২৬ তারিখের অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে আজ বিজয়ী প্রতিযোগীদের বই ও ক্রেস্ট পুরস্কার হিসেবে দেওয়া হয়।
শিবগঞ্জেও বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন ছাত্রীদের বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বাল্য বিয়ে নিরোধ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বিদ্যালয় মাঠে সভায় প্রধান শিক্ষক সিরাজ উদ্দৌলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান। আলোচনা শেষে বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অপর দিকে ধোবড়া আনক উচ্চ বিদ্যালয়েও বিদায় বরণ অনুষ্ঠিত হয়।
নাচোলেও নবীণ বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলার চন্দ্র সখা উচ্চ বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি এ্যাড.একরামুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান। আরো উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, চন্দ্রসখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা খাতুন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হকসহ অন্যান্যরা । পরে নবীণদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দেওয়া হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …