শুক্রবার :: ০৭:০৪:২০১৭
চাঁপাইনবাবগঞ্জে জেলার বে-সরকারি উন্নয়ন সংস্থা’র প্রতিনিধিদের উপস্থিতিতে পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা শহরের স্বরূপনগর সিসিডিবি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জেলায় কর্মরত ৬২ টি এনজিওর ১৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম-বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তৌফিকুল ইসলাম, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা প্রতিনিধি শাহনূর সুলতান। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেনসহ অন্যান্যরা।