
স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি- প্রতিপাদ্যে জেলায় বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ এর আয়োজনে এ উপলক্ষ্যে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এ.কে.এম গালিভ খান। এসময় আরো উপস্থিত বীরমুক্তিযোদ্ধা আ্যডভোকেট আব্দুস সামাদ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ.এম. ইফতেখার মজিদ, গণপূর্ত উপ-বিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলামসহ উপসহকারী প্রকৌশলীবৃন্দ।