জেলায় এবার ১৫৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবার ১৫৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে সদর উপজেলায় ৬২, শিবগঞ্জে ৪৬, গোমস্তাপুরে ৩২, নাচোলে ১৫ ও ভোলাহাটে ৩টি পূজামণ্ডপ রয়েছে। শুক্রবার ছিল ষষ্টিপূজা। মণ্ডপগুলোয় ভক্তদের আনাগোনা শুরু হয়ে গেছে। পূজা অর্চনা আর আরাধনার মধ্যে দিয়ে চলছে উৎসব। উৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মণ্ডপগুলোতে সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার ষষ্টি পূজার মাধ্যমে এ উৎসবের সূচনা হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ বলেন-পূজার প্রস্তুতি শেষ হয়েছে, এখন চলছে দেবীর আরাধনা। অন্যদিকে গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সাহা বলেন, ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা কাজ করছে। জেলার পূজা মণ্ডপগুলো আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আনসার-ভিডিপি সদস্যদের পাশাপাশি প্রতিটি ইউনিয়নের বীট অফিসারদের নেতৃত্বে পুলিশ মোতায়েন থাকবে।

এদিকে,  এবার গোমস্তাপুরে ৩০টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। মন্ডপগুলোতে সকল আয়োজন সম্পন্ন করা হয়। আজ ষষ্ঠী পূজার মাধ্যমে এ উৎসবের সূচনা হয়। শারদীয় দূর্গোৎসব নির্বিঘেœ সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগ নানা পদক্ষেপ গ্রহন করেছে।  উপজেলায় ৩০ টি ম-পে মধ্যে রহনপুর পৌর এলাকায় ৭ টি, চৌডালা ইউনিয়নে ৬টি, রাধানগর ইউনিয়নে ৫টি, গোমস্তাপুর ইউনিয়নে ৪টি, বাঙ্গাবাড়ী, রহনপুর ও পার্বতীপুর ইউনিয়নে ২টি, বোয়ালিয়া ও আলিনগর ইউনিয়নে ১ টি করে  ম-পে পূজা অনুষ্ঠিত হবে।

পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সাহা বলেন, ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা কাজ করবে। এছাড়া পূজা মন্ডপগুলো আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আনসার-ভিডিপি সদস্যদের পাশাপাশি প্রতিটি ইউনিয়নের বীট অফিসারদের নেতৃত্বে পুলিশ মোতায়েন থাকবে বলে জানান গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। দূর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানা পদক্ষেপ গ্রহনের বিষয় উল্লেখ করে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন জানান ইতোমধ্যে উপজেলায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। পূজাম-পগুলো মনিটরিং করতে ১৫ জন ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top