
চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নতুন করে আরো চারজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। অপর দিকে জেলার নাচোল উপজেলায় দুজনকে ডেঙ্গু রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ জানান, ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। অন্যদিকে ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ১৩ জন পুরুষ ও ১ জন মহিলা রয়েছে। আক্রান্তদের বেশিরভাগই ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আসা এবং তাদের মাধ্যমেও আক্রান্ত হচ্ছে। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪৬ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে বলে তিনি জানান। এদিকে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ জানান, উপজেলা সদর ছাড়াও অন্যান্য উপজেলায় এখন পর্যন্ত ৮ জন রোগী পাওয়া গেছে। তাদের মধ্যে নাচোলে গত ২৪ ঘণ্টায় ২ জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্তদের বাড়িতে থেকে চিকিৎসার পরামর্শ দেয়া হয়েছে বলে তিনি জানান। তিনি আরো জানান, এই ৮ জনের মধ্যে নাচোল উপজেলায় ৪ জন, ভোলাহাট উপজেলায় ৩ জন ও গোমস্তাপুর উপজেলায় ১ জন আক্রান্ত হন। তাদের মধ্যে ৬ জন সুস্থ হয়ে গেছে।