মঙ্গলবার:: ২০.১২.২০১৬
অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষার ফল আগামী ২৯ ডিসেম্বর প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন আজ সকালে এ তথ্য জানান। সচিব বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ২৯ ডিসেম্বর আমাদের সময় দিয়েছেন। ওইদিন সকালে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফলাফল তুলে দেব। এরপর দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। উল্লেখ্য, এ বছর জেএসসি ও জেডিসিতে মোট পরীক্ষার্থী ছিলো ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন।