মঙ্গলবার::২২-০৮-২০১৭
চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আযহাকে সামনে রেখে পশু হাট গুলোতে জালনোট শনাক্তকরণ মেশিন বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোনালী ব্যাংক আয়োজিত জালনোট প্রচলন প্রতিরোধ কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি সহকারী কমিশনার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, জেলার পশু হাট গুলোতে পশু ক্রয়-বিক্রয়ের সময় জনসাধারণ যেন প্রতারিত না হয় সেই জন্য সোনালী ব্যাংকের তত্ত্বাবধানে অন্যান্য ব্যাংক পশুহাটগুলোতে বুথ স্থাপন করবে। ওইসব বুথে ব্যাংকাররা জালনোট শনাক্ত করবেন। সভায় উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ শাখার প্রিন্সিপল অফিসার আখতারুল আলম, সিনিয়র অফিসার ইউসুফ আলী, জনতা ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ শাখার এজিএম হাবিবুর রহমান, রূপালী ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুর রাজ্জাকসহ বিজিবি ও বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দ।