জার্মানের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল পরিদর্শন করলেন রেডিও মহানন্দা

শনিবার :: ৩১.০৩.২০১৮

জার্মানের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল পরিদর্শন করলেন রেডিও মহানন্দা। আজ সন্ধ্যায় জার্মানির শিশু এবং যুব উন্নয়ন কর্মকর্তা মিসেস কার্মেন খান, উন্নয়ন পর্যটক পরামর্শক লিজা, এ্যলেক্স, বাংলাদেশ বংশোদ্ভুদ জার্মানি মুনির খান, বার্লিন বিশ্ব বিদ্যালয়ের ছাত্র সৌরভ হোসনসহ ১২ সদস্যের একটি দল পরিদর্শন করেন । এর আগে বিকেলে তারা প্রয়াস ফোক থিয়েটার ইন্সিটিটিউটের চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গোম্ভীরাগান উপভোগ করেন। এছাড়াও রেডিও মহানন্দার কাছে থেকো বন্ধু অনুষ্ঠানের রেকর্ড করেন। পরিদর্শনে তারা বাংলাদেশের পর্যটন শিল্পকে আরো ঢেলে সাজানোর পরামর্শ দেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …