
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় খানুন। শক্তিশালী গ্রীষ্মম-লীয় ঘূর্ণিঝড় খানুন আঘাত হানার আগে জনগণকে সতর্ক করেছেন দেশটির আবহাওয়া কর্মকর্তারা। আগামীকাল ঘূর্ণিঝড়টি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু অঞ্চলের কাছে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। জাপানের আবহাওয়া সংস্থার কর্মকর্তারা বলছেন, খানুন কাগোশিমা প্রিফেকচারের ইয়াকুশিমা দ্বীপের উপর দিয়ে ধীরে ধীরে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি হতে পারে বলে মনে করছে কর্মকর্তারা। এ দিকে, জাপানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের প্রভাবে ইতোমধ্যে আজ সকাল পর্যন্ত কিউশুর দক্ষিণাঞ্চল এবং আমামি অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত পশ্চিম ও পূর্ব জাপানের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রেকর্ড-ব্রেকিং বৃষ্টিপাত হতে পারে।