রবিবার :: ১৮.০৩.২০১৮
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা দিয়াড়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আহ্বায়ক মুখলেসুর রহমান মুকুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল হাসান। সভায় আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত যুগ্ন সচিব মজিবুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, বালুগ্রাম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কনক রঞ্জন দাস, সিনিয়র সাংবাদিক সামসুল ইসলাম টুকু, দৈনিক গৌড় বাংলার সম্পাদক হাসিব হোসেনসহ বিভিন্ন গম্ভীরা দল ও সাংস্কৃতিক কর্মী। সভায় জানানো হয় চাঁপাইনবাবগঞ্জে লোক উৎসবের আয়োজন করছে জাতীয় সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা দিয়াড়। আগামী ৭ বৈশাখ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ উৎসবে চাঁপাইনবাবগঞ্জর এতিহ্যবাহী গম্ভীরাসহ এ জেলার সাংস্কৃতিক সকল ঐতিহ্য তুলে ধরা হবে। দিয়াড়ের সদস্য সচিব আনোয়ার হক এ তথ্য জানিয়েছেন।