সোমবার:: ১৪.০৮.২০১৭
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে চিকিৎসক ও সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল থেকে দিনব্যাপী পাররামকৃষ্ণপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্যাম্পে প্রায় শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ গোমস্তাপুর উপজেলা প্রশাসন সভাকক্ষে আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, চাঁপাই নবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসি বেগম, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গাফফার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রী বরুন কুমার পাল, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আলীসহ অন্যান্যরা।