বুধবার:: ১৬.০৮.২০১৭
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আজ বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় মহিলা সংস্থা, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার এ আয়োজন করে। শহরের পাঠান পাড়ায় সংস্থাটির নিজস্ব কার্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য হালিমা খাতুন, সাধারণ সম্পাদক সান্তনা হক, সহকারী কর্মসূচি কর্মকর্তা তাসরিন সুলতানা, সদস্য তাসমিমা আনোয়ার, দর্জি ট্রেড প্রশিক্ষক রেহেনা ইয়াসমিন, নকশী কাঁথা ট্রেড প্রশিক্ষক সিনুরা বেগমসহ অন্যন্যরা।