শুক্রবার::২৫-০৮-২০১৭
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭’র জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, ব্যক্তি, কর্মকর্তা, প্রতিষ্ঠান ও সংগঠন বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এবার প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী ঝড়ে পড়া রোধ, শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদান রেখেছে এমন বিবেচনায় এই কার্যক্রম সম্পন্ন করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। শিক্ষার্থী ঝরে পড়া রোধে অবদান রাখায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলায় শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসাবে মনোনীত হয়েছে। অপর দিকে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় মনোনীত হয়েছে শিবগঞ্জ উপজেলার মনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয়। একই উপজেলা থেকে শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত হয়েছেন শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাকিব ও শিবগঞ্জ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হালিমা খাতুন। শ্রেষ্ঠ স্কুল ম্যানেজিং কমিটি মনোনীত হয়েছে চরঅনুপনগর ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে পরিচালত কমিটি। অন্যদিকে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজ কর্মী হিসাবে মনোনীত হয়েছেন গোমস্তাপুর উপজেলার পারবর্তীপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী খান। শ্রেষ্ঠ কাব শিশু মনোনীত হয়েছে জেলা শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মাকসুদুর রহমান দিগন্ত। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান মনোনীত হয়েছেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের এবং শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত হয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামীম। জেলা পর্যায়ে মনোনীত শ্রেষ্ঠ শিক্ষক, ব্যক্তি, কর্মকর্তা, প্রতিষ্ঠান ও সংগঠন বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের।