সোমবার :: ০২.১০.২০১৭
চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন করা হয়েছে। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা”। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এরশাদ হোসেন খান, চেম্বারের সহসভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান হানু মিয়া। সভায় জেলা ও উপজেলা পর্যায়ে বেশি বেশি সেমিনার করে জনসাধারণকে এ বিষয়ে সচেতন করার আহবান জানান জেলা প্রশাসক মাহমুদুল হাসান ।
Check Also
জেলাশহরে গাড়িতে করে ন্যায্যমূল্যে মুরগি ডিম ও দুধ বিক্রি শুরু
১২ এপ্রিল সোমবার, ২০২১। করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে চাঁপাইনবাবগঞ্জ সদরে ভ্যান ও ট্রাকে …