
জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ.কে.এম গালিভ খান এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ। জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সালের সঞ্চালনায় বক্তব্য দেন, চেম্বার অব কমার্সের পরিচালক শহিদুল ইসলাম, বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা এবং শিল্প নগরী কর্মকর্তা আব্দুর রহিম, জেলা মৎস বিভাগের সিনিয়র সহকারি পরিচালক আবুল কালাম আজাদসহ অন্যরা।