জলাহারে সেভ দ্য নেচারের উদ্যোগে বৃক্ষরোপন

শুক্রবার:: ১১.০৭.২০১৭

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আদিবাসী অধ্যুষিত গ্রামের জলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপন করা হয়েছে। আজ স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য নেচার, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপন করা হয়। এর মধ্যে দুটি করে তেতুল, আমলকি, কদবেল, কামরাঙ্গা, পেয়ারা ও নিমের চারা রোপন করা। এ সময় উপস্থিত ছিলেন, আদিবাসী মুক্তিযোদ্ধা শ্যাম মুর্মু, আদিবাসী নেতা মনোরঞ্জন টুডু, প্রভাত টুডু, সেভ দ্য নেচার, চাঁপাইনবাবগঞ্জের সমন্বয়কারী রবিউল হাসান ডলার, ফয়সাল মাহমুদ, হাসান আল সাদীসহ অন্যান্যরা।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …