শুক্রবার:: ১১.০৭.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আদিবাসী অধ্যুষিত গ্রামের জলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপন করা হয়েছে। আজ স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য নেচার, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপন করা হয়। এর মধ্যে দুটি করে তেতুল, আমলকি, কদবেল, কামরাঙ্গা, পেয়ারা ও নিমের চারা রোপন করা। এ সময় উপস্থিত ছিলেন, আদিবাসী মুক্তিযোদ্ধা শ্যাম মুর্মু, আদিবাসী নেতা মনোরঞ্জন টুডু, প্রভাত টুডু, সেভ দ্য নেচার, চাঁপাইনবাবগঞ্জের সমন্বয়কারী রবিউল হাসান ডলার, ফয়সাল মাহমুদ, হাসান আল সাদীসহ অন্যান্যরা।