বুধবার ঃঃ ১১.০৫.২০১৭
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তবে আমরা এ ক্ষতি কাটিয়ে উঠছি। অর্থমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশ যেসব প্রোগ্রাম হাতে নিয়েছে সেগুলো বিশ্বের যেকোনো দেশের তুলনা বেশি চমকপ্রদ। আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ টেলিভিশন ও বেতার যৌথভাবে আয়োজিত জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে ৩ দিনব্যাপী এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের এবিইউ গণমাধ্যম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন অর্থমন্ত্রী।