সোমবার :: ১২.০৩.২০১৮
শনিবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের রেকর্ডগড়া জয়ে জমে উঠেছে তিন জাতির নিদাহাস ট্রফি। অংশ নেওয়া ৩টি দলই দুই ম্যাচ খেলে একটি জয় ও একটি হার নিয়ে দুই পয়েন্ট করে পেয়েছে। তবে রান রেট বিবেচনায় পয়েন্ট টেবিলের শীর্ষে আছে শ্রীলঙ্কা। দ্বিতীয় স্থানে আছে ভারত ও তৃতীয় স্থানে বাংলাদেশ। প্রত্যেক দলেরই আরো দুইটি করে ম্যাচ বাকি। এ রকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় আবার মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও ভারত।