জমিতে পার্চিং উৎসব পালন

বৃহস্পতিবার :: ০৮.০৩.১৮

শিবগঞ্জ উপজেলায় বোরো ধানের জমিতে পার্চিং উৎসব পালন হয়েছে। আজ সকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের খোন্দা মাঠে ও শ্যামপুর ইউনিয়নের খড়গপুর মাঠে বোরো ধানের জমিতে পার্চিং উৎসব পালিত হয়। পার্চিং উৎসবের মাধ্যমে শিবগঞ্জ উপজেলায় শতভাগ জমিতে পার্চিং সম্পন্ন করা হয়। শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস.এম আমিনুজ্জামানের নেতৃত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা এই উৎসবে উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার এস.এম আমিনুজ্জামান জানান, পার্চিং করলে ধানের ক্ষতিকর পোকার লার্ভা পাখী খেয়ে পোকার বংশ বিস্তার রোধ করে, এতে ধানের জমিতে পোকার আক্রমন কম হয়, কীটনাশকের ব্যবহার কমে যায়, এতে পরিবেশ ভালো থাকে।
এদিকে দেশব্যাপী পার্চিং উৎসবের অংশ হিসেবে ভোলাহাট উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ১৫দিনব্যাপী পার্চিং উৎস আজ শেষ হয়েছে। গত ২২ ফের্রুয়ারী থেকে উপজেলার মোট ১২টি ব্লকের ৫ হাজার ৮শত ৭৫ হেক্টর বোরর জমিতে ৮ মার্চ পর্যন্ত পার্চিং কার্যক্রম চলে। দীর্ঘ ১৫দিনের পার্চিং উৎসবের সমাপনী অনুষ্ঠান ফতেপুর ও গোহালবাড়ী ব্লকের সোনাজলে উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …