জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ইমামগণ

চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নারী ও শিশু নির্যাতন বন্ধ, মাদক ও মানবপাচার প্রতিরোধ বিষয়ে পৃথক তিনটি সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম ও শ্রেষ্ঠ খামার প্রতিষ্ঠাকারী ইমামদের মধ্যে চেক ও সনদপত্র বিদরণ করা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস) মো. নূরুজ্জামান। সূচনা বক্তব্য দেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মাহমুদার রহমান।
বক্তারা সমাজে নারী ও শিশু নির্যাতন বন্ধে এবং মাদক ও মানবপাচার প্রতিরোধে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে ইমামদের উদ্দেশ্যে বলেনÑ আপনারা সমাজের সব থেকে সম্মানীয় ব্যক্তি। মানুষ আপনাদের মান্য করে, কাজেই আপনারা জুম্মার নামাজসহ যে কোনোভাবে মানুষকে এসব বিষয়ে বোঝালে সহজেই বুঝবে এবং তারা সচেতন হবে।
পরে প্রশিক্ষণ গ্রহণকারী শ্রেষ্ঠ ইমাম ও শ্রেষ্ঠ খামার প্রতিষ্ঠাকারী ইমামদের মধ্যে চেক ও সনদপত্র বিদরণ করা হয়।
জেলার ১৩০ জন ইমাম রাজশাহীতে প্রশিক্ষণ একাডেমি থেকে ইসলামিয়াত, কৃষি ও বনায়ন, প্রাণিসম্পদ পালন ও মৎস্য চাষ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও প্রাথমিক চিকিৎসা, প্রাক-প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম, বাংলাদেশ ও বিশ^ পরিচিতি, সামাজিক উন্নয়ন, ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন বিষয়ে বছরব্যাপী দেড় মাসের প্রশিক্ষণ গ্রহণ করেন।

Scroll to Top