শনিবার :: ১৮.০১.২০২০।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমরা এখন চাল রপ্তানীর জন্য বাজার খুঁজছি এবং সেটা সরু চাল না মোটা চাল, যেটা কেউ খেতে চায় না। আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সভাকক্ষে উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি কর্তৃক যৌথভাবে আয়োজিত ‘বার্ষিক উদ্ভিদবিজ্ঞান সম্মেলন’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা দেশটাকে যদি সবাই মিলে ভালোবাসি, আমাদের মধ্যে যদি দেশপ্রেম ঠিকমতো থাকে তাহলে কিন্তু অনেক আগেই দেশটা স্বপ্নের সোনার বাংলা হয়ে যেত। ৭ কোটি মানুষ আমরা অভাবে থাকতাম সেখানে আজ ১৭ কোটি মানুষকে খাদ্যে পূর্ণ সহায়তা দিয়েও বিদেশ থেকে কোনো আমদানি না করে আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। যেখানে মানুষ বাড়ছে জমি কমছে কিন্তু তারপরও আমরা স্বয়ংসম্পূর্ণ।