চৌডালা শুকুরবাড়ি মাঠে অনুষ্ঠিত চারবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় জয় পেয়েছে শুকুরবাড়ি বাজার পাড়া।

বুধবার::২১.১২.২০১৬
চৌডালা শুকুরবাড়ি মাঠে অনুষ্ঠিত চারবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় জয় পেয়েছে শুকুরবাড়ি বাজার পাড়া। তারা প্রথমে টসে জিতে ১২ ওভারে ৭টি উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে। ৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চৌডালা রাজা এন্টার প্রাইজ সবকটি উইকেট হারিয়ে ৬২ রান করতে সক্ষম হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় বিজয়ী দলের আহাদ এবং টুর্নামেন্ট সেরা হয়েছে শাকিম।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …