সোমবার::২২:০৫:২০১৭
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। আত্মহত্যা কারী যুবক নাচোল উপজেলার সদর ইউনিয়নের ভেরেন্ডী গ্রামের আব্দুস সালামের ছেলে রিপন। নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছির উদ্দিন জানান, আজ দুপুরে রিপন নিজ বাড়ির দোতলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দুপুরে তার মা খাবার খাওয়ানোর জন্য দোতালায় গেলে ঝুলন্ত আবস্থায় তার মৃতদেহ দেখে চিৎকার করতে থাকেন। পুলিশ জানায় রিপন দীর্ঘদিন থেকে মানসিক রোগে আক্রান্ত ছিলেন।