চেন্নাইকে হারিয়ে পাঞ্জাবের জয়

সোমবার :: ১৬.০৪.২০১৮

আইপিএলের শ্বাসরূদ্ধকর ম্যাচে চেন্নাইকে হারাল পাঞ্জাব। প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংসের সামনে ১৯৭ রানের বিশাল চ্যালেঞ্জ দাঁড় করাল কিংস ইলেভেন পাঞ্জাব। জবাবে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রানে থামতে হয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে। ফলে মাত্র ৪ রানে জয় পেয়েছে প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব। আইপিএলে এবার যেন টস জয়ই মানে ম্যাচ জয়। টস জিতলেই ফিল্ডিং এবং যতবড় স্কোরই হোক, সেটা তাড়া করে জেতা সহজ। এটা আজকের দিনের আগ পর্যন্ত সত্যিই ছিল বলতে গেলে। কারণ, বৃষ্টির কারণে একটি ম্যাচছাড়া বাকি সবগুলোতেই জয় পেয়েছে শেষে ব্যাট করা দল।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …