চীনে ভবনে অগ্নিকাণ্ডে নিহত ২৫, আহত ৫১

চীনের উত্তরাঞ্চলের শানশি প্রদেশে আজ বৃহস্পতিবার একটি ভবনে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ৫১ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।  সিসিটিভি জানিয়েছে, আজ স্থানীয় সময় সকাল ৬টা ৫০ মিনিটে শানশি প্রদেশের লুলিয়াং শহরের লিশি জেলায় ইয়ংজু কয়লা কোম্পানির মালিকানাধীন একটি চারতলা ভবনে আগুন লাগে। এখন পর্যন্ত ২৫ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে এবং হতাহতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি আরও জানিয়েছে, ওই ভবন থেকে ৬৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৫১ জনকে লুলিয়াংয়ের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি এবং এ বিষয়ে তদন্ত চলছে। চীনে সাম্প্রতিক মাসগুলোতে খনিতে ধারাবাহিক দুর্ঘটনার কারণে কয়লা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তদন্তের অধীনে রয়েছে। নিরাপত্তা পরিদর্শনের জন্য খনির কাজ বন্ধ করে দেওয়ায় উৎপাদনে ভাটা পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top