
হাঁটুর ইনজুরির উন্নত চিকিৎসা করাতে লন্ডনের উড়াল দিয়েছেন টাইগার পেসার এবাদত হোসেন। আজ সকাল ৭টায় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সময় হাঁটুতে চোট পান জাতীয় দলের পেসার এবাদত হোসেন। ইনজুরির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিম ও টিম ম্যানেজমেন্ট তাকে রেখেছিল ছয় সপ্তাহের বিশ্রামে। আসন্ন এশিয়া কাপ দিয়ে ফেরার কথা ছিল তার। কিন্তু শেষ পর্যন্ত সেটি আর হয়নি। এশিয়া কাপ থেকে ছিটকে যেতে হয়েছে তাকে। অনুশীলনের সময় হাঁটুতে ব্যথা অনুভব করায় এশিয়া কাপে খেলার ইচ্ছা বাদ দিতে হয় তাকে।