বুধবার:: ১৬.০৮.২০১৭
চাল আমদানি শুল্ক আরও কমে ২ শতাংশ হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। আজ সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, আজ ও কালকের মধ্যে আমদানি শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। শুল্ক কমানোর কারণে চালের দাম আরও কমবে বলেও আশাবাদ ব্যক্ত করেন খাদ্যমন্ত্রী। এর আগে দেশের ঊর্ধ্বমুখী চালের বাজার সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে চাল আমদানির ওপর আরোপ করা বিভিন্ন শুল্ক ২৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এখন তা ২ শতাংশে নামিয়ে আনা হয়েছে।