
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমানে সরকারের গোডাউনে সর্বকালের সর্বোচ্চ খাদ্য মজুদ রয়েছে। ফলে নতুন করে চাল আমদানির আর প্রয়োজন নেই। আজ দুপুরে নওগাঁর সাপাহারে নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। মন্ত্রী আরও বলেন, সরকারিভাবে বাজেট করা হয়েছিল ৫ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। তবে এবার আউশের ব্যাপক চাষ হয়েছে। মন্ত্রী আরো বলেন, পাশাপাশি খাদ্য রাখার জায়গা সঙ্কটের ফলে খাদ্য বান্ধব কর্মসূচির দুই মাসের চাল একসঙ্গে দিতে হচ্ছে। তাছাড়া, আরও ৫ লাখ মেট্রিক টন গম পাইপলাইনে য়েছে। ফলে দেশে খাদ্যের কোনো অভাব নেই।