শুক্রবার :: ০২.০২.২০১৮
চালের দাম ৪০ টাকার মধ্যে থাকা সহনীয় বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, আমাদের বাণিজ্য মন্ত্রী সঠিকই বলেছেন, চালের দাম ৪০ টাকার মধ্যেই থাকবে এবং ৪০ টাকার মধ্যেই দাম থাকা উচিত। নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, যারা খাদ্য উৎপাদন করে তাদের স্বার্থও আমাদের দেখতে হয়। এই দেশটা শুধু কয়েকজন খাদ্য উৎপাদনকারীর দেশ নয়। এদেশের প্রতিটি লোক খাদ্য উৎপাদন করে এবং প্রতিটি লোক খাদ্য যেমন উৎপাদন করে তেমনি বাজার থেকে খাদ্য খরিদ করে। সুতারাং খাদ্যের দামটা আমাদের অবশ্যই একটু ভালভাবে পর্যবেক্ষণ করতে হয়।